শিশু জন্মালেই গাছের চারা

Saplings

শিশু জন্মালে একটি করে গাছের চারা উপহার দেওয়া হচ্ছে অভিভাবককে। আর কন্যা শিশুর জন্ম হলে শিশুর নামে রোপণ করা হচ্ছে মূল্যবান চারা গাছ। বয়স ১৮ বছর হলে কন্যার নামের গাছটি বিক্রির টাকা স্বনির্ভর হওয়ার জন্য কন্যার হাতে তুলে দেওয়া হবে।

একদিকে সবুজায়ন; অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন – একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে দুটি সুবিধা নিশ্চিত করতে চাইছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং রাজ্যের বিধাননগর পৌরনিগম। এই উদ্যোগে যেমন খুশি পরিবেশবাদীরা। তেমন খুশি রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষরাও।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বন দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরে তারা কমপক্ষে ১৭ লক্ষ মেহগনির মতো দামি গাছের চারা রোপণ করবে। প্রতিবছর রাজ্যে কমপক্ষে ১৭ লক্ষ কন্যা সন্তানের জন্ম হয়। সেই হিসাব ধরে রাজ্য সরকার এই লক্ষ্যমাত্রা র্নিধারণ করেছে।

কন্যা সন্তানের নামে রাজ্য সরকারের এই গাছের চারা দেওয়ার প্রকল্পের নাম “সবুজ শ্রী”।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর নিয়মিত জেলা সফরে গিয়ে কোচবিহারে এই প্রকল্পের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, “প্রত্যেক কন্যা সন্তানের নামে রাজ্য সরকার একটি করে চারা রোপণ করবে। একদিকে কন্যা সন্তান বড় হবে, অন্য দিকে গাছও বড় হবে।”

১৮ বছর পর সেই গাছের টাকা দেওয়া হবে কন্যাকে, যাতে পড়াশোনার পর স্বনির্ভর হওয়ার সুযোগ পায় - এমনও বলেন মমতা ব্যানার্জি।

রাজ্য সরকারের “সবুজ শ্রী” প্রকল্প থেকে শিখে কলকাতার অদূরে বিধাননগর পৌর সংস্থা (বিধাননগর পৌরনিগম বা বিধাননগর পৌরসভা) কন্যা কিংবা পুত্র সন্তান হোক, জন্ম সনদ দেওয়ার সঙ্গে ওই সন্তানের অভিভাবকের হাতে তুলে দিচ্ছে মূল্যবান গাছের চারা।

পৌরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত জানান, “পৌর এলাকাকে গ্রিন সিটি করার সঙ্গে অভিভাবকদের স্বনির্ভর করতেই এমন প্রকল্প শুরু।”

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

38m ago