শীর্ষ খবর

শেষ অধ্যায়ে ঢাকার প্রথম ব্রাহ্ম মন্দির

বেদান্তের একেশ্বরবাদের ওপর ভিত্তি করে ১৮২৮ সালে রাজা রামমোহন রায় ‘ব্রাহ্মসভা’ গঠন করেন। পরে এটি ‘ব্রাহ্ম সমাজ’ নামে পরিচিতি পায়। ১৮৬৯ সালে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার সময়ই ব্রাহ্ম সমাজের তৎকালীন সাধারণ সম্পাদক অভয় চন্দ্র দাশ মন্দির ভবনে রাজা রামমোহন রায় লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। এটিই ঢাকার প্রথম লাইব্রেরি।

বেদান্তের একেশ্বরবাদের ওপর ভিত্তি করে ১৮২৮ সালে রাজা রামমোহন রায় 'ব্রাহ্মসভা' গঠন করেন। পরে এটি 'ব্রাহ্ম সমাজ' নামে পরিচিতি পায়। ১৮৬৯ সালে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার সময়ই ব্রাহ্ম সমাজের তৎকালীন সাধারণ সম্পাদক অভয় চন্দ্র দাশ মন্দির ভবনে রাজা রামমোহন রায় লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। এটিই ঢাকার প্রথম লাইব্রেরি।

ঢাকার পাটুয়াটুলিতে অবস্থিত ব্রাহ্ম মন্দির এবং রামমোহন রায় লাইব্রেরিটি  ১৯৭১ সালে ব্রাহ্ম সমাজের তৎকালীন সাধারণ সম্পাদক অভয় চন্দ্র দাশ পুনয়ায় প্রতিষ্ঠা করেন । তবে কালের বিবর্তনে এটি  এখন হারিয়ে যেতে বসেছে।

ঐতিহ্যের ধারক ঢাকার প্রথম পাঠাগারটির জরাজীর্ণ অবস্থা নিয়ে  দ্য ডেইলি স্টারে প্রকাশিত হওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে আজকের স্টার নিউজ প্লাস।

Comments

The Daily Star  | English

US vetoes Security Council demand for Gaza ceasefire

13 Security Council members voted in favor of a brief draft resolution, put forward by the UAE, while Britain abstained

11m ago