শেষ পর্যন্ত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি শ্রীলঙ্কা

Sri Lanka Cricket Logo

অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। ২৯ অক্টোবর লাহোরে সিরিজের শেষ ম্যাচটি খেলবে দুদল।

২০০৯ সালে সফররত শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলা হলে দীর্ঘদিন সেখানে গিয়ে কেউ খেলতে রাজি হচ্ছিলো না। গেল আট বছরে জিম্বাবুয়ে ছাড়া কোন টেস্ট দল সেদেশে সফর করেনি। সম্প্রতি বিশ্ব একাদশের বিপক্ষে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। ওই সিরিজ নিরাপদ আয়োজন করতে পারায় সেই শ্রীলঙ্কাকেই নিজেদের দেশে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে আসছিল পাকিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের পুরোটাই আরব আমিরাতে খেলছে পাকিস্তান। শেষ টি-টোয়েন্টি লাহোরে আয়োজনে সব রকমের প্রস্তুতি থাকলেও বেঁকে বসেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। তবে বোর্ড রাজী থাকায় পাকিস্তানে খেলতে যেতেই হচ্ছে দিলশান, থারাঙ্গাদের।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, ‘বিগত দুই মাস থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এবং দুই সরকার নিরাপত্তার নানা দিক খতিয়ে দেখে সমঝোতায় পৌঁছেছে।’

বিবৃতিতে বলা হয়, লঙ্কান বোর্ড প্রধান থিরাঙ্গা সুমাথিপাল নিজেই দলের সঙ্গে সফরে থাকবেন। তাদেরকে ‘ঐতিহাসিক’ তকমা দেওয়া এই সফরে আমন্ত্রণ জানাবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজাম শেঠি। 

Comments

The Daily Star  | English

Govt committed to bring back laundered money: press secretary

While retrieving laundered money is a challenging task, the interim government is fully committed to the effort, said Shafiqul Alam, press secretary to the chief adviser, today

45m ago