শ্রীপুরে অরক্ষিত পানির ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে অরক্ষিত পানির ট্যাঙ্কে পড়ে আজ দুপুরে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিশু পারভেজ (৬) টেংরা নছর উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র ও টেংরা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
টেংরা গ্রামের নির্মাণাধীন ন্যাশনাল ডেনিম কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন আগে কারখানাটির নির্মাণ কাজ শুরু হয়। ইট ভেজানোর জন্য কর্তৃপক্ষ কমপক্ষে ১৫ ফুট গভীর একটি হাউজ তৈরি করে। ঘটনার সময় শিশুটি সেখানে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।
এলাকাবাসী শিশুকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর বাবা আসাদুল ইসলাম জানান, কারখানার ট্যাঙ্কে রাস্তার পাশে অরক্ষিত ছিল। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাঁর ছেলে সেখানে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। এ ঘটনা দেখে সেখানে কর্মরত ঠিকাদার ও শ্রমিকেরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ছেলেটিকে উদ্ধার করে।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান জানান, “সীমানা প্রাচীর না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে কর্মরত শ্রমিকেরাই শিশুটিকে উদ্ধার করেছে বলে দাবি করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Comments