সন্ত্রাসবাদ মোকাবেলায় হাত মেলালেন আঞ্চলিক পুলিশ প্রধানরা

দক্ষিণ এশিয়া ও পার্শ্ববর্তী দেশগুলোর পুলিশ প্রধানদের সম্মেলনের শেষ দিনে বক্তব্য রাখছেন বাংলাদেশ পুলিশের আইজিপি শহীদুল হক। ছবি: আকরাম হোসেন

সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধ দমনে তথ্য আদান-প্রদান ও এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দক্ষিণ এশিয়ার ও এর পার্শ্ববর্তী দেশগুলোর পুলিশ প্রধানরা।

ঢাকায় বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোলের আয়োজনে আঞ্চলিক পুলিশ প্রধানদের সম্মেলন শেষে এই ঘোষণা এসেছে।

সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক পরিসরে একযোগে করতে গত রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনের এই সম্মেলন শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্মেলন উদ্বোধন করেন।

ঘোষণায় যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে কয়েকটি হলো:

- নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী অপরাধগুলোর সাম্প্রতিক ধরন বুঝতে পারস্পরিক সহযোগিতা করা

- আন্তর্জাতিক অপরাধ ও জঙ্গিবাদ মোকাবেলায় অভিন্ন একটি কর্মকৌশল তৈরি করা

- ইন্টারপোলের সদস্য রাষ্ট্রগুলোর ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর মাধ্যমে পারস্পরিক যোগাযোগ গড়ে তোলা

- সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ দমনে তথ্য আদান-প্রদানকে উৎসাহিত করা

- দেশগুলোর আইন শৃঙ্খলা বাহিনীরগুলোর মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলা ও তাকে শক্তিশালী করা

- সন্ত্রাসবাদ ঠেকাতে তথ্য আদান-প্রদানে দেশগুলোর মধ্যে আইটি নেটওয়ার্ক গড়ে তোলা

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rises 30% in July

Migrants sent home $2.47 billion in the first month of the current fiscal year

5h ago