নোটিশটি হল কর্তৃপক্ষ দেয়নি: প্রাধ্যক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের এই ছবিটি গুগল স্ট্রিট ভিউ থেকে সংগ্রহ করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে ছাত্রীদের পোশাক নিয়ে নির্দেশনা দেওয়া নোটিশটি সমালোচনার মুখে পরিবর্তন করা হয়েছে। পোশাক সংক্রান্ত দুটি নোটিশের পর তৃতীয় নোটিশে বলা হয়েছে যে “বিকৃত নোটিশটি” হল কর্তৃপক্ষ দেয়নি।

হলের প্রাধ্যক্ষ স্বাক্ষরিত নতুন নোটিশে বলা হয়েছে, “অত্র হলের মেয়েদের পোশাক পরিধান সংক্রান্ত একটি বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত নোটিশ অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে দেয়া হয়েছে। উক্ত বিকৃত নোটিশটি হল কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নয়।”

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও নতুন নোটিশে উল্লেখ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে ছাত্রীদের পোশাক সংক্রান্ত দুটি নোটিশের পর তৃতীয় এই নোটিশে বলা হয়েছে যে “বিকৃত নোটিশটি” হল কর্তৃপক্ষ দেয়নি। ছবি: স্টার

সমালোচনার পর ছাত্রীদের জন্য দেওয়া নতুন নোটিশ। তবে এখানেও বানান ভুল লক্ষ্য করা গেছে।
যে নোটিশ ঘিরে বিতর্কের সূত্রপাত। ছবি: স্টার

দ্বিতীয় নোটিশে বলা হয়, “ছাত্রীদের কক্ষ, বারান্দা, বাথরুম ও ব্যক্তিগত এলাকা ব্যতীত অত্র অফিস এলাকায়/হল অফিসে কোন কাজের জন্য যথাযথ পোশাক পরিধান করে আসতে হবে।”

তবে প্রথম নোটিশে বলা হয়েছিল, “হলের ভেতর দিন বা রাত হোক, কখনোই ছাত্রীদের অশালীন পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি) পরা যাবে না। এ পোশাকে হলের কার্যালয়ে কোনো কাজের জন্য ঢোকা যাবে না।” নির্দেশ অমান্য করা হলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধিমোতাবেক কড়া ভাষায় ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছিল নোটিশটিতে।

ভুল বানানে লেখা এই নোটিশটি গত রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। মেয়েদের পোশাককে “অশালীন” তকমা দেওয়ায় নোটিশের তীব্র সমালোচনা করা হয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের নোটিশে বানান ভুল থাকার বিষয়টি নিয়েও তির্যক মন্তব্য করতে ছাড়েননি কেউ কেউ।

তবে হল প্রাধ্যক্ষ সবিতা রেজওয়ানা রহমানের দাবি, এমন নোটিশ সম্পর্কে তিনি সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। আজ সকালেই এই নোটিশ তার প্রথম চোখে পড়েছে। তিনি জানান, এর আগেও হলের অফিসে যথাযথ পোশাক পরে আসার জন্য মেয়েদেরকে একাধিক নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু যে নোটিশ ঘিরে বিতর্ক সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

4 die in bike collision near Padma Bridge

Four people died in a head-on collision between two motorcycles near the Padma Bridge’s South Toll Plaza in Jajira upazila of Shariatpur last night.

4h ago