‘সাঁওতালদের ঘরে আগুন দিয়েছে পুলিশের এসআই, কনস্টেবল’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরে আগুন দেওয়ার সঙ্গে পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল যুক্ত ছিলেন। পুলিশের তদন্ত প্রতিবেদনে এই দুজনের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। আজ হাইকোর্টে প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে।
যে দুজনের নাম এসেছে তারা হলেন, এস আই (গোয়েন্দা শাখা) মাহবুবুর রহমান কনস্টেবল সাজ্জাদ হোসেন।
হাইকোর্টের নির্দেশমত পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজুর মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দেন। এসআই মাহবুবুর ও কনস্টেবল সাজ্জাদকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ পুলিশের তদন্ত প্রতিবেদনটি নথিভুক্ত করেছেন।
৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ খামারের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাঁওতালদের ঘরে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। চিনিকলের কর্মী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হন। এই ঘটনায় আদিবাসী সম্প্রদায়টির অন্তত দুইজন নিহত হন।
পরবর্তীতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশ সদস্যদের সাঁওতালদের ঘরে আগুন লাগাতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। এই ঘটনায় পুলিশের পাশাপাশি স্থানীয়রাও জড়িত ছিল বলে তদন্তে উঠে এসেছে।
Comments