সানি ও তার মায়ের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

বাংলাদেশ দলের স্পিনার আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা হয়েছে। সানির স্ত্রী হিসেবে দাবি করা ২৩ বছর বয়সী এক নারী এই মামলার বাদী।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে মামলা করেছেন নিজেকে সানির স্ত্রী দাবি করা নাসরিন সুলতানা।

বাংলাদেশ দলের স্পিনার আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা হয়েছে। সানির স্ত্রী হিসেবে দাবি করা ২৩ বছর বয়সী এক নারী এই মামলার বাদী।

শুনানির পর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এসএম মিজানুর রহমান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে।

অনলাইনে হুমকি দেওয়ার অভিযোগে গত মাসের শুরুতে নাসরিন সুলতানা নামের ওই নারী আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করার পর তাকে আমিন বাজারের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

গত ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় করা মামলায় নাসরিন সুলতানা অভিযোগ করেন, সানি তার ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে এসব অভিযোগকে মিথ্যা বলছেন সানি।

গত ২২ জানুয়ারি সানির এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শুনানির সময়, নাসরিনের আইনজীবী সানির সঙ্গে তার মক্কেলের বিয়ের কাগজপত্র আদালতে দাখিল করেন।

এর আগেও বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে মামলার ঘটনা ঘটেছে। ২০১৫ সালে ক্রিকেট বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছিল। তবে এই অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি।

এর পর বাংলাদেশের টেস্ট দলের সাবেক পেসার শাহাদাতের হোসেনের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের মামলা হয়। তিনিও এই মামলা থেকে খালাস পেয়েছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Four of a family among five killed as private car, truck collide in Habiganj

The family members met the tragic accident while returning home after receiving someone at Dhaka airport

1h ago