সাবেক কর্মকর্তা ইশরাতের খোঁজ পাওয়া যায়নি

বিমানের স্বার্থবিরোধী চুক্তি করে মিশরীয় উড়োজাহাজ ভাড়া করার সঙ্গে জড়িত কানাডা প্রবাসী বিমানের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ইশরাত আহমেদকে খুঁজে পাচ্ছে না বিমান কর্তৃপক্ষ।
সংসদীয় কমিটির পক্ষ থেকে বিমানের এই সাবেক কর্মকর্তার ঠিকানা যোগাড় করতে বলা হলেও বেসামরিক বিমান মন্ত্রণালয় তার হদিস দিতে পারেনি।
আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মিশরীয় বিমান ভাড়া করার বিষয়ে অনিয়ম তদন্তে গঠিত সংসদীয় সাব-কমিটির প্রতিবেদনের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিমানের বেশ কয়েকজন কর্মকর্তাকে ডেকে সাক্ষ্য নেয় সংসদীয় কমিটি। এর এক পর্যায়ে বাংলাদেশ বিমানের কর্মকর্তা তানজীবুল আলম ও বিমানের সাবেক কর্মকর্তা ক্যাপ্টেন ইশরাত আহমেদের নামও উঠে আসে। যার কারণে সংসদীয় কমিটির আগের বৈঠকে কমিটির সভাপতি উবায়দুল মোক্তাদির তানজীবুল আলমকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি কানাডায় বসবাসকারী ক্যাপ্টেন ইশরাতের ঠিকানা কমিটিকে সরবরাহ করার পরামর্শ দেন ।
এর প্রেক্ষাপটে আজকের বৈঠকে অগ্রগতি প্রতিবেদন দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমান কর্তৃপক্ষের বরাতে কমিটিতে বলা হয়েছে, অনেক চেষ্টা করেও কানাডায় বসরাতরত ক্যাপ্টেন ইশরাত আহমেদ এর কানাডায় অবস্থানের ঠিকানা পাওয়া যায়নি।
এছাড়া কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বিমানের ধাক্কায় গতকাল দুটি গরুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কমিটি এই বিমানবন্দরের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করতে সুপারিশ করেছে।
বৈঠকে পর্যটনখাতে বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় দর্শনীয় স্থানসমূহ নিয়ে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা (প্রস্তাবনা) প্রণয়নের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
Comments