আশুলিয়ায় ৪ ‘জঙ্গির’ আত্মসমর্পণ

সাভারের আশুলিয়ায় ঘিরে রাখা বাড়ি থেকে সন্দেহভাজন চার জঙ্গি আত্মসমর্পণ করেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৪ এর নবীনগর ক্যাম্প কমান্ডার আব্দুল হাকিম দুপুর ১টার দিকে সাংবাদিকদের বলেন, মাইকে অনুরোধ জানানো পর বাড়িটি থেকে একে একে চারজন পুরুষ বেরিয়ে আসেন। তাদের গ্রেফতার করা হয়েছ।
র্যাবের ওই কমান্ডার বলেন, জিজ্ঞাসাবাদের পর তাদের জঙ্গিবাদে সংশ্লিষ্টতার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। গ্রেফতারকৃতরা কেউ আহত হয়নি।
এর আগে শীর্ষ কর্মকর্তাদের নেতৃত্বে র্যাবের একটি দল বাড়িটিতে প্রবেশ করে।
ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টার এর সাভার প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে পাথালিয়া ইউনিয়নের চৌরাবাড়ি এলাকায় ঘিরে রাখা একতলা বাড়িটিতে র্যাবের লিগাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খানের নেতৃত্বে র্যাবের দলটি প্রবেশ করে।
মুফতি মাহমুদ বলেন, বাড়ির ভেতর থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, গোপন খবরের ভিত্তিতে রাত ১টার দিকে বাড়িটি ঘেরাও করে র্যাব। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ‘জঙ্গিরা বাড়ির ভেতর থেকে গুলি চালায়’।
Comments