সাভারে জঙ্গিবিরোধী অভিযান: গ্রেনেড, সুইসাইড ভেস্ট উদ্ধার
সাভারের গেন্ডা এলাকায় সন্দেহভাজন দুটি জঙ্গি আস্তানা থেকে সাতটি গ্রেনেড ও তিনটি সুইসাইড ভেস্ট পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত এসপি আশরাফুল আজিজ আমাদের সাভার প্রতিনিধিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পৌঁছানোর পর সন্দেহভাজন জঙ্গি আস্তানা দুটিতে ফের অভিযান শুরু হয়। এই বাড়ি দুটির মধ্যে একটি ছয়তালার ও অপরটি দ্বিতল। এর মধ্যে ছয়তলা ভবনের দোতলায় একটি কক্ষের দরজা ভেঙে বোমা নিষ্ক্রিয়কারীরা ঢোকার পর দুপুর ১২:১০ থেকে ১:৫৭ পর্যন্ত নয় বার বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
সকালে সোয়াট সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানান পুলিশের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান।
এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির আশপাশের বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় পুলিশ। এসময় সেখানে একটি অ্যাম্বুলেন্সকে দেখা যায়।
গতকাল রাতে সাভারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িদুটি ঘেরাও করেন।
Comments