সার্ক সম্মেলন স্থগিত
বাংলাদেশ এবং ভারতের অংশগ্রহণের অসম্মতির কারণে নভেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ১৯তম সার্ক সম্মেলন স্থগিত করা হয়েছে । ‘বর্তমান পরিস্থিতি’র কথা বিবেচনা করে এই দুই রাষ্ট্র সম্মেলনে যোগ দিচ্ছে না।
ভারত ইতোমধ্যে তাদের সিদ্ধান্তের কথা সার্কের সভাপতি নেপালকে জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে কাঠমন্ডু পোস্ট।
নিয়ম অনুযায়ী, যদি কোন সদস্য রাষ্ট্র অংশগ্রহণ না করে সেক্ষেত্রে এই সম্মেলন বাতিল হয়ে যায়।
গত ১৮ই সেপ্টেম্বর উড়ি’র একটি সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ১৮ জন ভারতীয় সৈন্য নিহত হওয়ার জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরী হয়েছে, কাঠমন্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়। হামলাকারী সন্ত্রাসীরা পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল বলে সন্দেহ প্রকাশ করেছে ভারত।
অন্যদিকে, সদস্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো এবং ভারতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে কারণ হিসেবে দেখিয়ে বাংলাদেশ সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
সার্কের সভাপতি সম্মেলন স্থগিত হওয়ার ব্যাপারে বাংলাদেশকে কিছু জানায়নি বলে জানান বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক শাখার একজন কর্মকর্তা।
কূটনৈতিক সূত্রে জানা গেছে আফগানিস্তান এবং ভূটানও সম্মেলনে যোগ দেয়ার ব্যাপারে তাদের অসম্মতির সিদ্ধান্ত সার্কের বর্তমান সভাপতি নেপালকে জানিয়েছে।
এ বছরের ৯ই নভেম্বর থেকে ১০ই নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
Comments