সিটিসেলকে ফ্রিকোয়েন্সি ফিরিয়ে দেওয়ার নির্দেশ

দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে ২৪ ঘণ্টার মধ্যে ফ্রিকোয়েন্সি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ আজ (২৫ জুলাই) এই রায় দেন।
মোবাইল ফোন অপারেটরের এক আবেদনের প্রেক্ষিতে দেওয়া এ রায়ে টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে সিটিসেলের সংযোগ ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়।
উল্লেখ্য, সিটিসেল এর পাওনা মেটাতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ২০১৬ সালের ২০ অক্টোবর অপারেটরটির তরঙ্গ বরাদ্দ বাতিল করে দেয়।
Comments