সীমান্তে কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থী

বান্দরবানের নাইখ্যাংছড়ি উপজেলার তমব্রু খালের কাছে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে নো ম্যান’স ল্যান্ডে আশ্রয় নিয়েছে কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থী।
ঘটনাস্থল থেকে আমাদের চিফ রিপোর্টার পিনাকী রায় জানান, গত তিনদিন থেকে রোহিঙ্গা শরণার্থীদের আগমনের প্রেক্ষাপটে আজ (২৯ আগস্ট) সকালে সীমান্তের ওপারে মিয়ানমারে গুলির শব্দ শোনা যায়।
তমব্রু খালের পাশে বসবাসকারী মোহাম্মদ হোসেন নামের একজন বাংলাদেশি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অনুরোধ জানিয়ে রোহিঙ্গা শরণার্থীরা খাল পার হয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং কিছু খাবার, পানি ও ওষুধ সংগ্রহ করে আবার তাদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ফিরে যায়।
ইতোমধ্যে, কয়েক হাজার রোহিঙ্গা পরিবার বাংলাদেশে প্রবেশ করেছে এবং নাইখ্যাংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে আশ্রয় নিয়েছে বলে জানান জাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ হোসেন।
এরই মধ্যে, সীমান্ত এলাকায় মিয়ানমারের কয়েকটি হেলিকপ্টার উড়তে দেখা যায় বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত তিনদিনে কয়েক হাজার রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া, টেকনাফ এবং বান্দরবানের নাইখ্যাংছড়ি সীমান্তের বিভিন্ন অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশের উত্তরে দেশটির সীমান্তরক্ষীদের ওপর রোহিঙ্গা বিদ্রোহীদের হামলায় ৮৯জন নিহত হওয়ার পর রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়।
Comments