সুনামগঞ্জে ফসলহানি: ২ জন আটক, ৬১ জনের বিরুদ্ধে মামলা

haor disaster
হাওরে আকস্মিক বন্যায় তলিয়া যাওয়া ফসল হাতে এক কৃষক। স্টার ফাইল ফটো

সুনামগঞ্জের হাওরাঞ্চলে পাহাড়ি ঢলে ফসলহানি এবং বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে আজ একজন সরকারি কর্মকর্তা ও একজন ঠিকাদারকে আটক করা হয়েছে।

এছাড়াও, এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন এবং সুনামগঞ্জ হাওর এলাকার বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত মেসার্স ইব্রাহিম ট্রেডার্সের মালিক ঠিকাদার বাচ্চু মিয়া।

দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ সুনামগঞ্জ সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন, প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান।

এছাড়াও, দুদক “চূড়ান্ত অবহেলার” কারণে পানি সম্পদ সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং ১৪ জন কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটি মোট ৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে আকস্মিক পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় আবাদি ফসল তলিয়ে যায়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Vehicle sales decline Bangladesh

Vehicle sales plunged in 2024

This marked the steepest decline since the Covid-19 pandemic, when roughly 3.8 lakh vehicles were registered with the BRTA

13h ago