সুন্দরবনে বাঘের হামলায় মৌয়াল নিহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহীনে বাঘের হামলায় এক মৌয়াল নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে সুন্দরবনের তালপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মহফুজুল খাঁ ওরফে খোকন (৩৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আয়জুদ্দীন খাঁর ছেলে।

সুন্দরবন থেকে ফিরে এসে আব্দুর রাজ্জাক ও আলমগীর নামের দুই মৌয়াল জানান, সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৭ জুলাই মধু আহরণের অনুমতি নিয়ে খোকনসহ তারা ১০ জন সুন্দরবনে যান। সোমবার ভোরের দিকে রান্নার কাঠ সংগ্রহ করতে গেলে একটি বাঘ খোকনকে টেনে-হিঁচড়ে বনের ভিতর নিয়ে যায়। এ সময় তারা লাঠি ও দা নিয়ে বাঘটিকে প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে গহীন বন থেকে তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন ঘটনা নিশ্চিত করেন জানান, নিহত মফজুল খাঁর লাশ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

3h ago