সুপারকম্পিউটার কিনবে বাংলাদেশ
জটিল তথ্য বিশ্লেষণের জন্য সরকার একটি সুপারকম্পিউটার কিনবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সুপারকম্পিউটার থাকলে তথ্য প্রক্রিয়ার মাধ্যমে হাওর এলাকার আকস্মিক বন্যা এড়ানো সম্ভব হতে পারতো বলে মনে করেন পলক।
মঙ্গলবার আইসিটি বিভাগের বৈঠকে সুপারকম্পিউটার কেনার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে পলক বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার এটি কিনবে।
ডিজিটাল করার জন্যও এটি প্রয়োজন আখেরে যা দেশের সম্পদ ও অর্থ সাশ্রয় করবে, যোগ করেন প্রতিমন্ত্রী।
Comments