সুশীল সমাজের সঙ্গে বৈঠকে সার্চ কমিটি
নতুন নির্বাচন কমিশন গঠনে সুশীল সমাজের আরও চার জনের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি।
সার্চ কমিটির সদস্যরা দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে আজ সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেন।
বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনার হিসেবে সম্ভাব্য ২০ জনের নাম জমা পড়ার পর সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি।
এর আগে গত সোমবার প্রথম দফায় দেশের বিশিষ্ট ১২ জন নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।
নতুন নির্বাচন কমিশন গঠনে ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এই মাসেই কাজি রকিবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। নতুন নির্বাচন কমিশনের অধীনে ২০১৯ সালে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
Comments