হাতিরঝিলে ফেলে যাওয়া বিলাসবহুল গাড়ি উদ্ধার
শুল্ক গোয়েন্দা রাজধানীর হাতিরঝিল থেকে আজ সকালে পরিত্যক্ত অবস্থায় একটি বিলাসবহুল পোরশে গাড়ি উদ্ধার করেছে।
গাড়ির চাবি এর ভেতরে পাওয়া যায় বলে শুল্ক গোয়েন্দার এক ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয় যে, ড্রাইভারের সিটে একটি চিঠিও পাওয়া গেছে।
শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ব্যবহারকারীর ফেলে যাওয়া গাড়িটি উদ্ধার করেছে।
ঘটনাস্থলে শুল্ক গোয়েন্দার দল অবস্থান করছে এবং গাড়ির ইনভেন্টরি করছে বলেও পোস্টটিতে জানানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে। কে বা কারা এটি ফেলে রেখে গেছেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।
Comments