হামলাকারীর পরনে ছিল ‘কালো পোশাক’, হাতে ‘ব্যাগ’: র‌্যাব

rab-barrack
রাজধানীর আশকোনায় প্রস্তাবিত র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) সদরদপ্তরের এই হলুদ ফিতা দিয়ে ঘিরে রাখা স্থানটিতে এক ব্যক্তি আজ দুপুরে আত্মঘাতী হামলায় নিহত হন। ছবি: শাহীন মোল্লা

রাজধানীর আশকোনায় প্রস্তাবিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদরদপ্তরে ‘আত্মঘাতী হামলাকারী’ কালো পোশাক পরেছিলেন বলে জানা যায়।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন র‌্যাব সদস্য, যারা মৃত দেহটি দেখেছেন, দ্য ডেইলি স্টারকে জানান, ঘাতকের পরনে কালো পোশাক ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোমার আঘাতে হামলাকারীর দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ১৫-২০ মিটার পর্যন্ত ছিটকে যায়।

২৫-৩০ বছরের এই ব্যক্তি একটি ব্যাগও বহন করছিলেন বলে তারা জানান।

মোহাম্মদ রিপন নামের একজন প্রত্যক্ষদর্শী দ্য ডেইলি স্টারকে বলেন, “বিস্ফোরণের পর সেই ব্যক্তির শরীরের অংশ বিশেষ র‌্যাব ক্যাম্পটির পাশে হাজি ক্যাম্প পর্যন্ত চলে আসে।”

উল্লেখ্য, আজ দুপুরে এক ব্যক্তি র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলা চালায়।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান দ্য ডেইলি স্টারকে জানান, র‌্যাব ক্যাম্পে হামলাকারী ঘটনাস্থলেই মারা যান এবং এ ঘটনায় দুজন র‌্যাব সদস্য সামান্য আহত হয়েছেন।

সংস্থাটির সদরদপ্তরের জন্য প্রস্তাবিত স্থান হিসেবে আশকোনা র‌্যাব ক্যাম্পটি ইটের দেয়াল ঘেরা রয়েছে।

“দুপুর দেড়টার দিকে নিহত ব্যক্তিটি দেয়াল টপকে ক্যাম্পের ভেতরে প্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে তার সঙ্গে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটায়।”

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের একদিন পর ঢাকায় আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটলো। সেই অভিযানে চার জঙ্গিসহ পাঁচজন নিহত হয়।

 

আরও পড়ুন:

আশকোনা র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ১

Comments