‘১০০ টাকায় মিলবে পুলিশে চাকরি’
মাত্র ১০০ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরী মিলবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আজ একথা বলেন।
তিনি জানান, “গতবারের মত এবারও অত্যন্ত স্বচ্ছতার সাথে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাই নিয়োগ প্রার্থীরা মাত্র ১০০ টাকা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা চালানের মাধ্যমে সরকারি খাতে জমা দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে কনস্টেবলের চাকরী পেতে পারবেন।”
দালাল বা অন্য কারো সঙ্গে কোনও প্রকার অর্থনৈতিক লেনদেন করলে গতবারের মতো এবারও প্রার্থিতা বাতিল করা হবে বলেও তিনি জানান।
পুলিশ সুপার আরও বলেন, “কোন নিয়োগপ্রার্থী যেন চাকরি পাওয়ার জন্য কাউকে টাকা না দেন, অথবা আত্মীয়স্বজন বা অন্য কোন মাধ্যমে যেন অসুদপায় অবলম্বন না করতে পারেন সেজন্য মিডিয়াসহ সকলের সহযোগিতা কামনা করে ইমামদের মাধ্যমে মসজিদের মুসুল্লিদের মধ্যে প্রচার করা হবে।”
তাঁর মতে, গতবার কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার লক্ষ্যে জেলা পুলিশ লাইনের সকল স্টাফদের সরিয়ে সদ্য নিয়োগ পাওয়া মহিলা পুলিশ স্টাফদের নিয়োগ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, গত কয়েক মাস আগে জেলার ছয়টি উপজেলায় মোট ৭০ জন কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হন। আগামী ১৫ এপ্রিল থেকে জেলায় আবারও কনস্টেবল নিয়োগ শুরু হবে।
Comments