২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আজ দুপুরে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে মন্ত্রিসভা বিভাগের সূত্র।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ জাতীয় সংসদে ৪০০,২৬৬ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন। এটি তাঁর একটানা নবম বাজেট যা সর্বশেষ অর্থবছরের বাজেটের চেয়ে ২৬ শতাংশ বড় হবে বলে মনে করা হচ্ছে।

বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ২৮৮,০০০ কোটি টাকা। এই আয়ের সবচেয়ে বড় অংশ ২৪৮,০০০ কোটি টাকার জোগান দিবে জাতীয় রাজস্ব বোর্ড।

তবে বাজেটে সব পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট নির্ধারণের নির্দেশনা নিয়ে শঙ্কিত ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

8h ago