২ ‘জঙ্গি’কে সনাক্ত করেছে পরিবার
রাজধানীর কল্যাণপুরে নিহত নয় জঙ্গির মধ্যে দুজনকে সনাক্ত করেছেন তাদের পরিবারের সদস্যরা। এদের মধ্যে একজন জুবায়ের হোসেন, ২০, নোয়াখালির সুধারামপুর উপজেলার পশ্চিম মাইজদি এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম ও আয়েরা বেগমের সন্তান বলে জানিয়েছেন নোয়াখালি পুলিশ সুপার ইলিয়াস শরীফ।
জুবায়ের নোয়াখালি সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ সুপার বলেন- গত মে মাস থেকে নিখোঁজ জুবায়েরের নাম র্যা বের প্রকাশিত নিখোঁজ তালিকায় ছিল।
সন্দেহের ভিত্তিতে জুবায়েরের জঙ্গি সম্পৃক্ততার তথ্য ঢাকাস্থ পুলিশের প্রধাণ কার্যালয়ে পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।
ডিএমপি ফেসবুকে জঙ্গিদের যে লাশের ছবি প্রকাশ করে তা দেখে বুধবার সকালে জুবায়েরের বাবা তাকে সনাক্ত করেন।
চূড়ান্তভাবে সনাক্তকরণের জন্য জুবায়েরের বাবা-মা’কে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।
নিহত অপর এক যুবকের নাম সাব্বিরুল হক ওরফে সাব্বির। সে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরংছরা ফুলগাজী এলাকার আজিজুল হকের ছেলে।
সাব্বির তার পরিবারের সঙ্গে চট্টগ্রাম শহরের বাকালিয়া এলাকায় বসবাস করতেন।
সাব্বির গত ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
মাসুদুর রহমান আরো জানান- ডিএমপির ফেসবুক পেইজে ছেলের ছবি দেখে চট্টগ্রাম পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করে সাব্বিরের পরিচয় নিশ্চিত করেন তার বাবা-মা।
সাব্বির চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
Comments