৩ ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার চলবে

বাংলাদেশে ভারতের তিন টিভি চ্যানেল—স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার অব্যাহত থাকবে। এই তিন চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা আবেদন আবেদন খারিজ করে দিয়েছেন হাই কোর্ট।
বিচারপতি মো মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসান আবেদনের শুনানির পর আজ এই রায় দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লিলি ২০১৪ সালের সেপ্টেম্বরে চ্যানেলগুলো বন্ধের নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন। আবেদনে তিনি উল্লেখ করেন, এই তিন চ্যানেলে সম্প্রচার করা অনুষ্ঠান বাংলাদেশের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বিরূপ প্রভাব ফেলছে।
তিনি আরও উল্লেখ করেন, এই চ্যানেলের অনুষ্ঠানের কারণে শিক্ষার্থীদের পড়ালেখা ও গৃহিণীদের কাজে সমস্যা হচ্ছে।
Comments