৯০ শতাংশ প্রবাসী পুরুষ কর্মী দুর্নীতির শিকার: টিআইবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রত্যেকটি আবেদন অনুমোদন করাতে ঘুষ দিতে হয় বলে জানিয়েছে টিআইবি। স্টার ফাইল ছবি

গত বছর প্রায় ৯০ শতাংশ প্রবাসী পুরুষ কর্মী দুর্নীতির শিকার হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আজ এই তথ্য দিয়েছে।

 

ঢাকার মিডাস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান এক প্রশ্নের জবাবে বলেন, “গন্তব্য দেশের নিয়োগকারী, রিক্রুটিং এজেন্ট ও বাংলাদেশের রিক্রুটিং এজেন্টরা ভিসা কেনা-বেচা করছেন।”

টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রত্যেকটি আবেদন অনুমোদন করাতে আবেদনকারীদের ১৩ থেকে ১৫ হাজার টাকা ঘুষ দিতে হয়। প্রতিবেদনে জানানো হয়, ২০১৬ সালে এই মন্ত্রণালয় ৬১ হাজার ১২২টি আবেদন অনুমোদন করেছে।

টিআইবির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোয় প্রতিটি আবেদন অনুমোদনে ১০০ থেকে ২০০ টাকা ঘুষ দিতে হয়। গত বছর তারা সাত লাখ ৫৭ হাজার ৭৩১টি আবেদন অনুমোদন করেছে।

প্রেস ব্রিফিংয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান। ছবি: মোহাম্মদ বিল্লাল হোসেন

তবে ঘুষ লেনদেনের ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেছেন এ ব্যাপারে তিনি কিছু জানেন না। মন্ত্রী বলেন, “প্রতিবেদন প্রকাশের আগে টিআইবি আমার সাথে যোগাযোগ করেনি।”

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
BNP activists gather at Nayapaltan to join Labour Day rally

BNP marks Labour Day with rally at Nayapaltan

Chanting slogans, the party activists and supporters began arriving at the venue from 12:00pm.

3h ago