উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইংয়ের শিশুদের একটি ডিপার্টমেন্ট স্টোরে স্প্রে করা হচ্ছে। ছবিটি গত ১৮ মার্চ তোলা। ছবি: এএফপি

প্রায় ২ বছর ধরে চলা বৈশ্বিক করোনা মহামারির প্রকোপ যখন দেশে দেশে কমতে শুরু করেছে, ধীরে ধীরে খুলতে শুরু করেছে আন্তর্জাতিক সীমান্ত—এমন সময় উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্তের সংবাদ জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে—রাজধানী পিয়ংইংয়ে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় দেশজুড়ে 'জরুরি অবস্থা' ঘোষণা করা হয়েছে।

তবে ঠিক কতজনের করোনা শনাক্ত হয়েছে তা কেসিএনএ উল্লেখ করেনি।

কেসিএনএ জানায়, গত ৮ মে জ্বরে ভোগা কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর তাদের দ্রুত সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

প্রায় আড়াই কোটি জনসংখ্যার এই দেশটিতে করোনা রোগী শনাক্তের কথা এর আগে কখনো বলা হয়নি।

আজ পলিটব্যুরো সভায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সব শহরে লকডাউনের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহের নির্দেশ দিয়েছেন বলে কেসিএনএ'র প্রতিবেদনে জানানো হয়।

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

3h ago