এক বছরে ৪০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উ. কোরিয়ার হ্যাকাররা
উত্তর কোরিয়ার হ্যাকাররা ২০২১ সালে অন্তত ৭টি সাইবার হামলা চালিয়ে প্রায় ৪০০ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে।
ক্রিপ্টোকারেন্সি বিষয়ক প্রতিষ্ঠান চেইন্যালাইসিসের বরাত দিয়ে সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আর্থিক বিনিয়োগ প্রতিষ্ঠান ও কেন্দ্রিভূত ডিজিটাল লেনদেন ব্যবস্থাতেই মূলত সাইবার হামলা চালায় হ্যাকাররা। এর জন্য তারা ফিশিং, ম্যালওয়্যার এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন কৌশল প্রয়োগ করে।
হ্যাকিংয়ের মাধ্যমে চু্রি করা অর্থ তারা উত্তর কোরিয়া নিয়ন্ত্রিত বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করেছে।
সিএনএন এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব চুরি ইঙ্গিত করে যে, নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়া অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়েঅজনীয় অর্থের যোগান দিতে হ্যাকারদের ওপর নির্ভর করছে।
গত ফেব্রুয়ারিতে, মার্কিন বিচার বিভাগ ৩ জন উত্তর কোরিয়ার নাগরিকের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন ব্যাংক ও কোম্পানি থেকে ১.৩ বিলিয়ন ডলার চুরি করার ষড়যন্ত্রে অভিযুক্ত করেছে।
চেইন্যালাইসিসের তথ্য অনুযায়ী, এসব চুরির বেশিরভাগই করেছে 'ল্যাজারাস গ্রুপ'। এই গ্রুপটি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। এর আগেও সনি পিকচার্স হ্যাকসহ বিভিন্ন হ্যাকিংয়ের ঘটনায় তাদের নাম সামনে এসেছে। এই গ্রুপটির ওপর মার্কিন নিষেধাজ্ঞাও রয়েছে।
অপরাধীদের ধরার সুযোগ না থাকায় নিষেধাজ্ঞা এবং প্রতিরক্ষামূলক সাইবার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া ছাড়া উত্তর কোরিয়ার ক্রিপ্টো হ্যাকিং কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশগুলোর কার্যত আর কিছুই করার সুযোগ থাকে না।
Comments