চলতি মাসে সপ্তম ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আজ রোববার পূর্ব সাগরের দিকে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। দ্য কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে উত্তর কোরিয়ার এটি সপ্তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, তারা চীনের সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় প্রদেশ জাং থেকে ৭টা ৫২ মিনিটে ক্ষেপনাস্ত্রটি উৎক্ষেপণ শনাক্ত করে। তবে, বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর আগে, জাং প্রদেশে উত্তর কোরিয়া গত বছরের সেপ্টেম্বরে এবং চলতি বছরের ৫ ও ১১ জানুয়ারি স্বঘোষিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল।
জেসিএসের পাঠানো একটি টেক্সট বার্তায় বলা হয়েছে, আমাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট গতিবিধির ওপর নজর রাখছে এবং একটি প্রস্তুতিমূলক অবস্থান বজায় রাখছে।
পিয়ংইয়ং এই বছরের শুরু থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে উত্তেজনা বাড়িয়ে চলেছে। কারণ ওয়াশিংটন দুই দেশের মধ্যে পারমাণবিক আলোচনায় দীর্ঘস্থায়ী অচলাবস্থার কারণে নিষেধাজ্ঞার চাপ বাড়িয়েছে।
২০১১ সালের শেষের দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষমতা গ্রহণের পর চলতি বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়া সবচেয়ে বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল। এর আগে, ২০১৪ সালের মার্চ এবং জুলাই ছয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল তারা।
Comments