চাঙ্গি বিমানবন্দরে কনটেইনার থেকে বেরিয়ে পড়ে ২ সিংহ

ফাইল ছবি: সংগৃহীত

কন্টেইনারে করে বহনের সময় সিঙ্গাপুরের চাঙ্গি বিমান বন্দরে বেরিয়ে পড়ে দুটি সিংহ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর এলাকায়। 

দ্য স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, সিঙ্গাপুর বিমানবন্দর চালানটি পরিচালনা করছিল। সিংহ দুটি বেরিয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সমস্যাটির সমাধানের জন্য মান্দাই ওয়াইল্ডলাইফ গ্রুপের ভেটেরিনারি টিমকে ডাকা হয়। তারা গিয়ে ট্রাঙ্কুলাইজার বন্দুক দিয়ে গুলি করে সিংহ দুটিকে অচেতন করে। 

সিংহগুলো কোন দেশ থেকে সেখানে এসেছে এবং কোথায় যাচ্ছে তা স্পষ্ট নয়। তবে চালানটিতে ৭টি সিংহ ছিল।

দ্য স্ট্রেইটস টাইমস জানতে চাইলে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় সিংহগুলো চারপাশে নিরাপত্তা জাল লাগানো কন্টেইনারের মধ্যে ছিল। এ ঘটনায় এয়ারলাইন্সের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি বলেও জানিয়েছে তারা।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago