টাইফুন ইন-ফা, নৌপথ-রেলপথ বন্ধসহ ফ্লাইট বাতিল করল চীন

টাইফুন ইন-ফা'র আঘাতে ভূমিধসের আশঙ্কায় আগেই রেলপথ ও বন্দর বন্ধ করে দিয়েছে চীন। সমুদ্র থেকে পণ্যবাহী জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছে।
আজ শনিবার রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে এ জানিয়েছে।
আল জাজিরা জানায়, চলতি সপ্তাহের শুরুতে বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা থেকে পুনরুদ্ধারের চেষ্টা করছে চীন। এরমধ্যেই রোববার গভীর রাতে সাংহাইয়ের কাছে পূর্ব উপকূলীয় প্রদেশ ঝেজিয়াং-এ ঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
টাইফুন ইন-ফা প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার (ঘণ্টায় ৯৫ মাইল) বাতাসের বেগে প্রবাহিত হচ্ছে এবং তা ঘণ্টায় ১৯১ কিলোমিটার (১২০ মাইল প্রতি ঘণ্টায়) বেগে তাইওয়ান থেকে উত্তর-পশ্চিমে সরে গেছে। ফলে, সেখানে উচ্চ ঢেউ এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। কিন্তু, কোনো মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঝেজিয়াং-এর স্কুল, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, প্রয়োজনে সড়ক চলাচল বন্ধ করে দেওয়া হবে।
চীন রেলওয়ে জানিয়েছে, কর্তৃপক্ষ ইন-ফার জন্য তৃতীয় পর্যায়ের সতর্কতা জারি করেছে। অন্যদিকে এই অঞ্চলে চলাচল করা শতাধিক ট্রেনের শিডিউল বাতিল হয়েছে।
সাংহাই কর্তৃপক্ষ কিছু পাবলিক পার্ক এবং জাদুঘর বন্ধ করে দিয়েছে এবং শনিবার বাসিন্দাদের সতর্ক করে দিয়ে 'বড় ধরনের সমাবেশ বন্ধ' করতে ও বাড়ির ভিতরে থাকতে বলেছে।
সাংহাইয়ের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রাদেশিক রাজধানী হাংঝৌর বিমানবন্দর রোববারের ৯০ শতাংশ ফ্লাইট বাতিল করেছে এবং সোমবার আরও ফ্লাইট বাতিল করা হবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদপত্র ঝেজিয়াং ডেইলি তাদের ওয়েবসাইটে এ খবর জানিয়েছে।
এদিকে সাংহাইয়ের দক্ষিণে ইয়াংশান বন্দর থেকে সব কনটেইনার জাহাজের ডক বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে যাত্রীবাহী জাহাজ ও পণ্যবাহী জাহাজসহ ১৫০টি জাহাজ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
Comments