আফগানিস্তানের বাদগিস প্রদেশে ২ বার ভূমিকম্প, নিহত অন্তত ২২

আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশে পরপর ২ বার ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন।
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশে পরপর ২ বার ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস'র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গতকাল আফগানিস্তানের বাদগিস প্রদেশে ৪ দশমিক ৯ ও ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের ফলে সেখানে বাড়িঘর ভেঙে পড়ে।

একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ৪ শিশুর মরদেহ পাওয়া গেছে। এ ছাড়াও, ৭০০'র বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, বাদগিস প্রদেশের রাজধানী কালা-ই-নাও থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মূলত কাদিস ও মুরগ জেলায় ভূমিকম্প আঘাত হানে।

প্রথম ভূমিকম্পটি আঘাত হানে গতকাল স্থানীয় সময় বিকেলে এর ২ ঘণ্টা পর দ্বিতীয়বার ভূমিকম্প হয়।

কাদিস জেলা প্রশাসক মোহাম্মদ সালেহ পুরদিল বিবিসিকে বলেন, 'ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে গেছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।'

'নিহতের সংখ্যা আরও বাড়তে পারে' বলেও জানান তিনি।

তুর্কমেনিস্তান সীমান্ত-সংলগ্ন বাদগিস প্রদেশকে আফগানিস্তানের অন্যতম দরিদ্র এলাকা হিসেবে বিবেচনা করা হয়।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

4h ago