আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৩৯

আফগানিস্তানে অকাল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ শিশু আছে বলে জাতিসংঘ জানিয়েছে।
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে অকাল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ শিশু আছে বলে জাতিসংঘ জানিয়েছে।

আজ বুধবার এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক কার্যালয়।

এক মাসেরও কম সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটির পূর্ব অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এর আগে, জুনে ২ দিনের ভারী বৃষ্টিতে ১৯ জন নিহত এবং ১৩১ জন আহত হন।

আকস্মিক বন্যায় পূর্ব নানগারহার ও নুরিস্তানে প্রায় ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৮০০ হেক্টর (প্রায় ২ হাজার একর) জমি তলিয়ে গেছে। যার মধ্যে ৪টি মসজিদ, ২টি খাল, ৫টি স্থানীয় ময়দা মিল, একটি সেতু, ১৯ কিলোমিটার (১২ মাইল) রাস্তা এবং তিনটি স্কুল ছিল। এছাড়া, প্রায় ৫০০ গবাদি পশু মারা গেছে।

Comments