আফগানিস্তানে হিন্দু-শিখদের ফিরে আসার অনুরোধ তালেবানের
আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে সেখান থেকে চলে যাওয়া সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু ও শিখদের ফিরে আসার অনুরোধ জানিয়েছে তালেবান।
আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তালেবান সরকার কাবুলের কার্তি পারওয়ান গুরুদুয়ারা সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। সন্ত্রাসী হামলায় শিখ ধর্মীম্বলীদের এই উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ জুলাই স্টেট মিনিস্টারের কার্যালয়ের মহাপরিচালক ড. মোল্লা আব্দুল ওয়াসির সঙ্গে আফগানিস্তানের হিন্দু ও শিখ কাউন্সিলের নেতারা দেখা করলে তিনি এই আহ্বান জানান।
চিফ অব স্টাফের কার্যালয় থেকে টুইটার বার্তায় এই তথ্য জানানো হয়।
ওয়াসি বলেন, যেসব ভারতীয় ও স্থানীয় শিখ ধর্মাম্বলী নিরাপত্তার কারণে দেশ ছেড়েছেন, তারা এখন আফগানিস্তানে ফিরে আসতে পারেন। দেশে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে।
সরকারি বক্তব্য অনুসারে, সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি) কাবুলের গুরুদুয়ারায় এউ হামলার জন্য দায়ী।
শিখ কাউন্সিলের নেতারা হামলার সময় তাদেরকে রক্ষা করার জন্য তালেবান নেতাদের ধন্যবাদ জানান।
গত ১৮ জুন কার্তি পারওয়ান গুরুদুয়ারায় হামলায় এক শিখ ধর্মাম্বলীসহ ২ জন নিহত হন। সেসময় সেখানে ৩০ জনের মতো উপাসনা করছিলেন।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি দল গুরুদুয়ারা এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে।
গুরুদুয়ারার ক্ষয়ক্ষতি পরিমাপ করতে কারিগরি কমিটি কাজ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
Comments