‘আমাদের বাঁচতে সাহায্য করুন’

'আমরা ভীষণ যন্ত্রণায় আছি। আমাদের এখানে ফেলে যাওয়া হয়েছে। ভয় নিয়ে বেঁচে থাকা মৃত্যুর চেয়েও কঠিন' — এ আর্তনাদ এক আফগান নারী শিক্ষার্থীর।
গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'কে তিনি কথাগুলো বলেছেন। নিরাপত্তার কথা ভেবে তার নাম প্রকাশ করা হয়নি।
সেই শিক্ষার্থী আরও বলেন, 'যদি আমাদের এই আর্জি শুনতে পান তাহলে দয়া করে সাহায্য করুন। আমাদের বাঁচতে সাহায্য করুন। আমরা বিশ্বাস করি, সুদিন আসবে।'
তিনি আফগানিস্তানে যুদ্ধ বন্ধ করতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়ে বলেছেন, '... যুদ্ধ খুবই নিষ্ঠুর। এর চেহারা কুৎসিত। যুদ্ধে কেউ জয়ী হয় না। ছোট্ট এই হৃদয়ে যুদ্ধ ও যুদ্ধের পরিণতি বহন করা যায় না।'
তিনি জানান, আফগানিস্তানে তরুণরা অনিশ্চয়তায় ডুবে গেছেন। তারা বাঁচার জন্যে অন্যের সহায়তা চাচ্ছেন। কেননা, তাদের নিজেদের কিছু করার মতো অবস্থা নেই।
'এই পৃথিবীতে আপনারা কত সৌভাগ্যবান।... আমাদের দিকে তাকান। এই আমি কত বড় স্বপ্ন নিয়ে বেড়ে উঠছিলাম। আমার স্বপ্ন ছিল অন্যদের সহায়তা করবো। এখন আমি অন্যের সহায়তা কামনা করছি।... এটাই হচ্ছে যুদ্ধ।'
তিনি আরও লিখেছেন— 'হে বিশ্ববাসী, আমাদের নিয়ে আপনাদের অন্তরে কোনো সহানুভূতি আছে কি? আপনাদের কাছে আমাদের জীবনের কোনো মূল্য আছি কি? আপনারা কি আমাদের পরিস্থিতি দেখতে পাচ্ছেন?'
Comments