আরও ১৪ দিন সিঙ্গাপুরে থাকতে পারবেন গোতাবায়া

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সিঙ্গাপুরে অবস্থানের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গোতাবায়া রাজাপাকসে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সিঙ্গাপুরে অবস্থানের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আজ বুধবার সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে রাজাপাকসে যখন ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে যান তখন জারি করা স্বল্পমেয়াদী ভিজিট পাসের মেয়াদ ১৪ দিন বাড়ানো হয়েছে।

গোতাবায়া রাজাপাকসে গত ১৩ জুলাই ব্যাপক বিক্ষোভের পর শ্রীলঙ্কা ছাড়েন এবং ১৪ জুলাই মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পৌঁছান। তিনি যখন সিঙ্গাপুরে পৌঁছান তখনো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন এবং ১৫ জুলাই ইমেইলের মাধ্যমে পদত্যাগ করেন। এরপর  তার স্থলাভিষিক্ত হন তার সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক এই প্রেসিডেন্টকে ব্যক্তিগত সফরে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং তিনি আশ্রয় চাননি বা তাকে আশ্রয়ও দেওয়া হয়নি।

Comments