আশরাফ গনি সংযুক্ত আরব আমিরাতে

আশরাফ গনি। ফাইল ফটো রয়টার্স

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি সংযুক্ত আরব আমিরাতে আছেন। আজ বুধবার আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্স জানায়, তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিবারসহ আমিরাতে চলে গেছেন তিনি। 
এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করছে যে, প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার পরিবারকে মানবিক বিবেচনায় সংযুক্ত আরব আমিরাত স্বাগত জানিয়েছে।

গত রোববার তালেবান বিদ্রোহীরা কাবুল নিয়ন্ত্রণ নিতে শুরু করলে দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি কোথায় আশ্রয় নিয়েছেন, সে বিষয়ে জানা যায়নি। ধারণা করা হচ্ছিল, তিনি প্রতিবেশী দেশ উজবেকিস্তান বা তাজিকিস্তানে যাবেন। কয়েকটি খবরে তিনি ওমানে গেছেন বলেও জানানো হয়েছিল।

Comments

The Daily Star  | English

Tax officials protest at NBR headquarters over draft revenue law

Several hundred tax and customs officials staged a demonstration at the National Board of Revenue (NBR) headquarters in Dhaka today, demanding revisions to a draft ordinance that proposes dividing the board into two separate divisions and allowing top appointments from outside the revenue cadre.

1h ago