কাবুল বিমানবন্দরে নিহত ৫

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আজ সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে যাত্রী টার্মিনালে গুলিতে তিন জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান যে, তারা নিহতদের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন।
কারা এই গুলি চালিয়েছে প্রতিবেদনে সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
তবে, সেখানে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, বিমানবন্দর থেকে পাঁচ জনের মরদেহ একটি গাড়িতে তোলা হয়েছে।
Comments