কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: এএফপি

তালেবান ক্ষমতা দখলের পর বিদেশি নাগরিকদের পাশাপাশি আফগানরাও দেশ ছাড়ছেন। ফলে কাবুল বিমানবন্দরে অনেক বেশি ভিড় ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পরিস্থিতি সামলাতে ফাঁকা গুলিও ছুড়েছেন নিজের দেশের নাগরিকদের উদ্ধার করতে আসা মার্কিন সেনারা।

আজ সোমবার সকালে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তেজনা ছড়িয়ে পড়ায় কাবুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে, 'লুটপাট ও অপহরণ ঠেকাতে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করা হয়েছে। দয়া করে কেউ বিমানবন্দরে আসবেন না।'

অনেক এয়ারলাইন্স তাদের রুট পরিবর্তন করেছে। ইউনাইটেড এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, ভার্জিন আটলান্টিক আফগানিস্তানের আকাশপথ ব্যবহার করছে না।

ফ্লাইটরাডার ২৪ এর তথ্যমতে, অনেক বিমান ইরান ও পাকিস্তানের আকাশপথ দিয়ে চলাচল করছে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়ার একটি বিমান আফগানিস্তানে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় সেটি আর যাচ্ছে না।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

34m ago