জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত ইমরানের দলের

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 
আজ পার্লামেন্ট ভবনে পিটিআইয়ের পার্লামেন্টারি সভায় সভাপতিত্ব করেন ইমরান খান। ছবি: পিটিআই/টুইটার

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

আজ সোমবার বিকেলে পাকিস্তানের সংসদ ভবনে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সভাপতিত্বে দলের সংসদীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে।

ডেপুটি স্পিকার কাসিম সুরির সভাপতিত্বে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আজ বিকেলে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়েছে।

পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব ফারুখ হাবিব এক টুইট বার্তায় বলেছেন, 'সংসদীয় দল আমদানি করা সরকারের বিরুদ্ধে সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।'

এই ঘোষণার পরই, মুরাদ সাঈদ জাতীয় পরিষদের সদস্য হিসেবে পদত্যাগ করেন। তিনি প্রথম ব্যক্তি হিসেবে পদত্যাগ করলেন। 

পদত্যাগের পর তিনি ডননিউজ টিভিকে জানান, দলের বিবৃতি অনুযায়ী তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইরান খানের 'বিদেশি ষড়যন্ত্রের' দাবির বিষয়টিও পুনরাবৃত্তি করে জানান, এর পরও জাতীয় পরিষদে থাকার অর্থ হবে ষড়যন্ত্রে অংশ নেওয়ার শামিল। 

তিনি জিজ্ঞেস করেন, 'বিদেশি শক্তির কি পাকিস্তানে সরকার গঠন বা ভাঙার অধিকার থাকা উচিত?'

এ ছাড়া সাঈদ প্রধানমন্ত্রী পদে বিরোধী দলীয় প্রার্থী শেহবাজ শরীফের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বলেন, 'তারা দুর্নীতিগ্রস্ত ছিল এবং আছে।'

সাবেক সামুদ্রবিষয়ক মন্ত্রী আলী হায়দার জাইদিও তার পথ অনুসরণ করেছেন। তিনিও টুইটারে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

 

Comments

The Daily Star  | English
Digital journalism has not been kind to rural journalists

Digital journalism has not been kind to rural journalists

As the mainstream media adapts to the demands of digital age, the ugly sides of digital journalism continue to emerge.

8h ago