দখলের ২৩ দিন পর সরকার গঠন করেছে তালেবান

অন্যান্য সদস্যদের সঙ্গে তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার। ছবি: রয়টার্স ফাইল ফটো

মোল্লা মো. হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে সরকার গঠন করেছে তালেবান।
তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, মোল্লা মো. হাসান আখুন্দের ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবান সহ-প্রতিষ্ঠাতা  মোল্লা আব্দুল গনি বারাদার।
তিনি বলেন, 'আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকারের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে।'
বিবিসি জানিয়েছে, অন্যান্যদের মধ্যে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মোল্লা ইয়াকুব, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমির খান মুত্তাকি ও সেকেন্ড ডেপুটি হিসেবে মোল্লা আবদুল সালাম হানাফি কাজ করবেন।
নতুন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সরজুদ্দিন হাক্কানি।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল নেয় তালেবান। গতকাল তালেবান আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও নিয়ন্ত্রণ নিয়েছে। তালেবান কাবুল দখল নেওয়ার ২৩ দিন এবং আফগানিস্তান থেকে শেষ মার্কিন সেনা চলে যাওয়ার সাত দিন পর আজ মঙ্গলবার দেশটিতে নতুন সরকার ঘোষণা করা হলো। 
সরকারে কেন কোনো নারীকে দায়িত্ব দেওয়া হয়নি জানতে চাইলে তালেবান সদস্য আহমদুল্লাহ ওয়াসিক বিবিসিকে বলেন, 'মন্ত্রিসভা এখনও চূড়ান্ত হয়নি।'

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

8m ago