নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২৮, আহত ১৫

নেপালের পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলের একটি জেলায় দুর্ঘটনাটি ঘটে।

নেপালের সরকারি কতৃপক্ষ জানিয়েছে, বাসটি পাহাড়ি রাস্তা থেকে পিছলে কয়েক শ মিটার নিচে গড়িয়ে পড়ে।    

স্থানীয় প্রশাসক রোম বাহাদুর মাহাত জানান, দুর্ঘটনা স্থলটি রাজধানী থেকে বেশ দূরের মুগু জেলায়। যেখানকার রাস্তাঘাট বেশ এবড়োথেবড়ো।  

তিনি বলেন, 'আমরা এখনো দুর্ঘটনাস্থলে মরদেহ অনুসন্ধানে ব্যস্ত রয়েছি।'

আহতদের সে সময় হাসপাতালে নেওয়া হচ্ছিল।

বাসটি নেপালগঞ্জ শহর থেকে যাত্রা করে কয়েক কিলোমিটার দূরের মুগু জেলার গামগাধি শহরে পাহাড়ী রাস্তা থেকে পিছলে পড়ে।   

দুর্ঘটনার কারণ ও বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, কর্মকর্তারা আশঙ্কা করছেন, উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

পাহাড়ি অঞ্চল নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। অরক্ষিত যানবাহন এবং মহাসড়কে তীক্ষ্ণ বাঁকযুক্ত সরু রাস্তাগুলোকে এসব দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করা হয়।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

3h ago