পদত্যাগপত্রে সই করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

গোতাবায়া রাজাপাকসে। ছবি: টাইমস অব ইন্ডিয়া থেকে নেওয়া

ক্রমবর্ধমান গণদাবির মুখে অবশেষে নিজের পদত্যাগপত্রে সই করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

আজ মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া গতকাল তার পদত্যাগপত্রে সই করেছেন। এটি আগামীকাল থেকে কার্যকর হবে।

এতে আরও বলা হয়, আগামীকাল গোতাবায়ার দায়িত্ব শেষ হওয়ার পর দেশটির পার্লামেন্ট স্পিকার এ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

গণআন্দোলনের মুখে বিলাসবহুল রাষ্ট্রীয় বাসভবন থেকে পালিয়ে যাওয়া গোতাবায়া সশস্ত্র বাহিনীর নিরাপত্তায় দেশেই রয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়।

এতে আরও বলা হয়, প্রেসিডেন্টের পদত্যাগপত্র সই হওয়ার পর তা এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। এটি তার মাধ্যমে পার্লামেন্টের স্পিকারের কাছে পাঠানো হবে।

পার্লামেন্টের স্পিকার মাহিন্দা যাপা আবেবর্ধন বিষয়টি সম্পর্কে অবগত আছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তিনি আগামীকাল গোতাবায়ার প্রেসিডেন্সি শেষ হওয়ার ঘোষণা দেবেন।

গোতাবায়া গতকাল বিকেলে দেশ ছেড়েছেন—এমন গুঞ্জন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কর্মকর্তারা নাকচ করে বলেছেন যে তিনি সশস্ত্র বাহিনীর নিরাপত্তায় রয়েছেন।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago