প্যান্ডোরা পেপার্সে ইমরান খানের মন্ত্রীদের নাম

ইমরান খান। ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বব্যাপী আর্থিক অনিয়মের চিত্র তুলে ধরা 'প্যান্ডোরা পেপার্স'-এ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের নাম রয়েছে।

আজ সোমবার সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের ঘনিষ্ঠজনরা গোপনে নানা প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি ডলারের মালিক হয়েছেন।

'প্যান্ডোরা পেপার্স'-এ পাকিস্তানিদের আর্থিক অনিয়ম তুলে ধরার ঘটনাকে স্বাগত জানিয়েছেন ইমরান খান। গত রাতে এক টুইটার বার্তায় তিনি বলেন, এর মাধ্যমে পাকিস্তানের অসৎ উপায়ে ধনী হওয়া ব্যক্তিদের নাম পাওয়া গেল। তিনি এ অনিয়মের তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন।

অপর এক টুইটে ইমরান খান বলেছেন, 'আমাদের যেসব নাগরিকের নাম "প্যান্ডোরা পেপার্স"-এ এসেছে আমার সরকার তাদের অনিয়মের তদন্ত করবে। দোষী প্রমাণিত হলে অবশ্যই তাদের শাস্তি দেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই, তারা যেন জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকটের মতোই এই সংকটের মোকাবিলা করেন।'

Comments

The Daily Star  | English

Logistics not yet ready for post-LDC graduation needs

Lack of efficient logistics poses threat to Bangladesh's export competitiveness, speakers say

15h ago