রক্তপাত এড়াতে দেশ ছেড়েছি: আশরাফ গনি

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। ফাইল ছবি, এএফপি
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন, ৬০ লাখ মানুষের রাজধানী শহরে রক্তপাত এড়াতে তিনি দেশ ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
আশরাফ গনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, দেশ ছাড়ার পর এটাই তার প্রথম মন্তব্য। কিছু কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে তিনি তাজিকিস্তানে গেছেন।
Comments