রাজাপাকসের দেশত্যাগ ঠেকাতে বিমানবন্দরে বিক্ষোভকারীরা

শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবার ও পার্লামেন্টের সদস্যদের দেশত্যাগ ঠেকাতে বিমানবন্দরের প্রবেশমুখে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবার ও পার্লামেন্টের সদস্যদের দেশত্যাগ ঠেকাতে বিমানবন্দরের প্রবেশমুখে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।

শ্রীলঙ্কার বেসরকারি টিভি চ্যানেল নিউজ ফার্স্ট জানায়, আজ মঙ্গলবার দেশটির প্রধান বিমানবন্দর বন্দরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবেশের রাস্তা আটকে সরকারবিরোধী বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, 'ক্ষমতাসীনরা কেউ যাতে দেশ থেকে পালাতে না পারে সে কারণে বিক্ষোভকারীদের একটি বড় দল কাতুনায়েকে মুক্তবাণিজ্য জোন (এফটিজেড) এলাকার সড়কে অবস্থান নিয়েছেন।'

কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর স্থানীয়ভাবে কাতুনায়েকে বিমানবন্দর নামে পরিচিত।

অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা দক্ষিণ এশিয়ার দেশটিতে গত মার্চ থেকে রাজাপাকসের পদত্যাগের দাবিতে জোরালো বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মুখে গতকাল পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। 

শ্রীলঙ্কায় গত ২০ বছরের বেশিরভাগ সময়ই প্রায় প্রতিটি ক্ষেত্রেই আধিপত্য বিস্তার করেছে রাজাপাকসে পরিবার। বিক্ষোভকারীরা এই সংকটময় পরিস্থিতির জন্য রাজাপাকসে পরিবারকেই দায়ী করেছেন।

Comments