শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে খুব দূরে নয় পাকিস্তান: ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, ইমরান খান, পাকিস্তান,
ইমরান খান। রয়টার্স ফাইল ফটো

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে খুব বেশি দূরে নয় পাকিস্তান। তখন আমাদের জনগণ রাস্তায় নেমে আসবে।

আজ রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পাকিস্তানের অর্থনীতির অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইমরান খান। তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কতদিন জারদারি-শরিফদের দেশ 'লুণ্ঠন' করতে দেবে।

ইমরান বলেন, জারদারি-শরিফ ৩০ বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে অর্জিত সম্পদ বাঁচাতে ক্ষমতায় বসেছেন।

পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা, মুদ্রার রেকর্ড অবমূল্যায়ন এবং বৈদেশিক রিজার্ভ হ্রাসের পর ইমরানের এই মন্তব্য এলো।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

14h ago