শ্রীলঙ্কায় সরকারবিরোধীদের সঙ্গে সংঘর্ষে এমপি নিহত

শ্রীলঙ্কার কলম্বোয় সরকারবিরোধী এক বিক্ষোভকারীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে সরকার সমর্থকরা। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের মধ্যে ক্ষমতাসীন দলের একজন এমপির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এনডিটিভির খবরে জানানো হয়, গামপাহা জেলার নিতাম্বুয়ায় কয়েকজন বিক্ষোভকারী অমরকির্থি আথুকোরালার গাড়ি অবরোধ করার চেষ্টা করলে বিক্ষভকারীদের লক্ষ্য করে তিনি গুলি চালান। এই ঘটনায় ২ জন আহত হন। পরে তিনি পাশের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানেই তার মৃতদেহ পাওয়া যায়।

এএফপি জানায়, অর্থনৈতিক সংকটের মধ্যে বাণিজ্যিক রাজধানী কলম্বোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। সংঘর্ষে সেখানে ২ জন নিহত ও ১৩৯ জন আহত হয়েছেন।

এদিকে সংঘর্ষের কয়েক ঘণ্টা পর পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতি দিয়ে বলেছে, 'প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের কাছে পাঠিয়েছেন।'

প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের একটি অনুলিপি বার্তা সংস্থা রয়টার্সের হাতে গেছে। মাহিন্দা রাজাপাকসে পদত্যাগপত্রে লিখেছেন, 'এই সংকট থেকে উত্তরণে একটি অন্তর্বর্তী সর্বদলীয় সরকার গঠন করাই হবে সর্বোত্তম। সংবিধান অনুযায়ী যেন পরবর্তী পদক্ষেপ নেওয়া যায় সে জন্য আমি পদত্যাগ করছি।'

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago