চলতি বছর অষ্টম ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আজ রোববার সকালে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং থেকে পূর্ব সাগরের দিকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এ নিয়ে দেশটি চলতি বছরে অষ্টম ক্ষেপণাস্ত্র পরীক্ষ করল।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রয়টার্স ফাইল ছবি

উত্তর কোরিয়া আজ রোববার সকালে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং থেকে পূর্ব সাগরের দিকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এ নিয়ে দেশটি চলতি বছরে অষ্টম ক্ষেপণাস্ত্র পরীক্ষ করল।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, আমাদের সামরিক বাহিনী সকাল ৭টা ৫২ মিনিটে পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি শনাক্ত করেছে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ৬২০ কিলোমিটার উচ্চতায় প্রায় ৩০০ কিলোমিটার উড্ডয়নে সক্ষম। যদিও দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ এই স্পেসিফিকেশনটি এখনো বিশ্লেষণ করছে।

দক্ষিণ কোরিয়ার জেসিএস চেয়ারম্যান জেনারেল ওন ইন-চোউল এবং আরওকে-ইউএস কম্বাইন্ড ফোর্সেস কমান্ডের কমান্ডার জেনারেল পল লাক্যামেরাও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই একটি ভিডিও কনফারেন্স করেন। তারা কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখার প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন।

গত ২০ ফেব্রুয়ারি শেষ হওয়া বেইজিং শীতকালীন অলিম্পিকের সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ২৮ দিনের বিরতির পর আজ আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার করল তারা।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে পিয়ংইয়ং সাতটি পৃথক পরীক্ষায় নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি স্থল-আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা পরিষদ কূটনৈতিক সমাধানের জন্য সিউল ও ওয়াশিংটনের যৌথ প্রচেষ্টা সত্ত্বেও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় গভীর উদ্বেগ ও গভীর দুঃখ প্রকাশ করেছেন।

Comments

The Daily Star  | English

Foreign airlines’ $323m stuck in Bangladesh

The amount of foreign airlines’ money stuck in Bangladesh has increased to $323 million from $214 million in less than a year, according to the International Air Transport Association (IATA).

14h ago