‘নতুন ধরনের অস্ত্রের’ পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

১৬ এপ্রিল ২০২২, কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রকাশিত ছবিতে ‘নতুন অস্ত্রের’ পরীক্ষা দেখছেন কিম জয় উন। ছবি: রয়টার্স

আবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে কোরীয় উপদ্বীপে। উত্তর কোরিয়া নিজের পরমাণু ক্ষমতাকে আরও শক্তিশালী করতে 'নতুন ধরনের অস্ত্রের' পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন এই পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন।

'নতুন অস্ত্রটি' ১১০ কিলোমিটার দূর পর্যন্ত উড়ে গিয়েছিল।

আজ রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে, সর্বশেষ যেসব অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে সেগুলো দূর পাল্লার কামান ইউনিট ও কৌশলগত পরমাণু সংক্রান্ত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কবে ও কোথায় সেই পরীক্ষাগুলো চালানো হয়েছে বা এর সঙ্গে ক্ষেপণাস্ত্রের সম্পর্ক আছে কিনা সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

পরীক্ষাগুলো পরিচালনার পাশাপাশি কিম 'দেশটির প্রতিরক্ষা ও পরমাণু সক্ষমতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন' উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল পিয়ংইয়ং আবার পরমাণু পরীক্ষা শুরু করতে পারে।

উত্তর কোরিয়ার দৈনিক 'রডং সিনমুন' এ কিমের হাস্যজ্জ্বল ছবি প্রকাশ করে। সেখানে দেখা যায় কিম 'অস্ত্রের পরীক্ষা' দেখছেন এবং সামরিক পোশাক পরা কর্মকর্তারা হাততালি দিচ্ছেন।

আজ ভোরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী পিয়ংইয়ংয়ের 'অস্ত্র পরীক্ষা'র কথা জানিয়ে বলেছে, গতকাল মধ্যরাতে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে সাগরে ২টি 'প্রজেকটাইলস' ছোড়ার ঘটনা জানা গেছে।

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

13h ago