ভারতে বাড়ছে ওমিক্রন, কারফিউয়ের সুপারিশ

ভারতে ক্রমাগত বাড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা। সে কারণে আগেভাগেই ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে দেশটির সরকার। ওমিক্রন মোকাবিলায় প্রয়োজনে রাতে কারফিউয়ের সুপারিশও করা হয়েছে।
দেশটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দিল্লি ও মহারাষ্ট্রে। রাজ্য ২টিতে ৫৪ করে ওমিক্রনে আক্রান্ত রোগীর পাওয়া গেছে।
আজ বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে—এ ছাড়াও, তেলেঙ্গানা রাজ্যে ২০ জন, কর্ণাটাকে ১৯, রাজস্থানে ১৮ এবং কেরালা ও গুজরাটে যথাক্রমে ১৫ ও ১৪ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
ওমিক্রন মোকাবিলায় রাজ্যগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
চিঠিতে বলা হয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন ৩ গুন বেশি ছড়ায়। এটি মোকাবিলায় করোনা পরীক্ষা বাড়ানো, সবার টিকা নিশ্চিত করা, হাসপাতালে সাধারণ ও আইসিইউ শয্যা ও অক্সিজেন সুবিধা বাড়াতে হবে।
চিঠিতে প্রয়োজন হলে রাজ্যগুলোকে রাতে কারফিউ দেওয়ার সুপারিশও করা হয়েছে।
Comments